মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ২১:২২

জুয়া খেলারত হাজীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক আটক

কামরুজ্জামান টুটুল
জুয়া খেলারত হাজীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক আটক

হাজীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ও হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাদক কারবারি খোরশেদ আলম ভূট্টোকে জুয়া খেলারত অবস্থায় আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় আরো ৫ জুয়াড়িকে আটক করে পুলিশ। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে পৌরসভাধীন রান্ধুনীমুড়া ১০নং ওয়ার্ডের ভুট্টোর নিজ বাড়ীতে বসে দলবল নিয়ে জুয়া খেলছিলের। অভিযানের নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক নাজিমউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

আটককৃত অন্যরা হলেন, পৌর বিএনপির একই গ্রামের আবু তাহেরের ছেলে হাছান ইমাম মানিক, মো. ছিদ্দিকের ছেলে খোকন, মৃত আমিন মিয়ার ছেলে মো. ইয়াছিন, আবুল কাশেমের ছেলে আসাদুজ্জামান, মনু মিয়ার ছেলে দুলাল।

আটক আসামীদের শনিবার দুপরে প্রকাশ্য জুয়া আইনের ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়,এর আগে ভূট্টো বহুবার ইয়াবাসহ আটক হয়েছে। সে মাদক ও জুয়ার সাথে সরাসরি জড়িত। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, প্রকাশ্যে জুয়া খেলায় ৬ জুয়াড়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়