শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮

এমন অভিযান লাগাতার হোক

অনলাইন ডেস্ক
এমন অভিযান লাগাতার হোক

গতকাল বৃহস্পতিবার চঁাদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় ‘ফরিদগঞ্জে কৃষি জমির টপ সয়েল বিক্রির হিড়িক!’ শিরোনামের সংবাদটি শীর্ষ সংবাদ হয়েছে। এছাড়া একই পৃষ্ঠায় ‘তেলিশাইরে কৃষি জমির টপসয়েল বিক্রিতে লাখ টাকা জরিমানা’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়েছে। দ্বিতীয় সংবাদটিতে লিখা হয়েছে ‘ফরিদগঞ্জ উপজেলায় কৃষি জমির টপসয়েল বিক্রির অপরাধে নূর হোসেন খান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুরে সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান। তিনি জানান, সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নূর হোসেন খান নামে এক ব্যক্তিকে টপসয়েল বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে টপসয়েল কাটা অবস্থায় প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে এস্কেভেটর চালক দৌড়ে পালিয়ে যায়। পরে দুটি এস্কেভেটর মেশিন জব্দ করে ইউপি সদস্য জাকির হোসেন ও ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা ইমান হোসেনের জিম্মায় রাখা হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর ছিদ্দিক, ফরিদগঞ্জ থানার এসআই পিয়াস বড়ুয়া, সুবিদপুর পূর্ব ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাহাদাত হোসেন, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমান হোসেন, ইউপি সদস্য সাহাদাত হোসেন ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রথম সংবাদটিতে ফরিদগঞ্জে টপ সয়েল বিক্রির হিড়িকের পেছনে স্থানীয় প্রশাসনের নীরবতা বা নিষ্ক্রিয়তার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় সংবাদটিতে স্থানীয় প্রশাসনের সক্রিয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রথম সংবাদের আলোকে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনকে নিজেদের নীরবতার বদনাম ঘুচাতে টপ সয়েল বিক্রির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকার প্রমাণস্বরূপ লাগাতার ভ্রাম্যমাণ আদালত চালাতে হবে। একই সাথে সড়কে চলাচল নিষিদ্ধ ট্রাক্টরের বিরুদ্ধেও নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এতে ফরিদগঞ্জে কৃষি জমির টপ সয়েল বিক্রির বিরুদ্ধে একটা সঁাড়াশি অবস্থা তৈরি হবে। আমরা ফরিদগঞ্জে এমনটিই চাই। স্মর্তব্য, ফরিদগঞ্জকে চঁাদপুর সেচ প্রকল্প (সিআইপ)তে আওতাভুক্ত করা হয়েছে কৃষি জমিতে ফসল উৎপাদন বৃদ্ধির প্রয়োজনে, ইটভাটা (ব্রিক ফিল্ড)-এ জমির টপ সয়েল বিক্রির সুবিধার্থে নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়