প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা
চলমান পরিস্থিতি বিবেচনায় দুর্গাপূজার আড়ম্বরতায় অধিকতর সচেতন হতে হবে'

'
|আরো খবর
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভাপতি শ্রী বাসুদেব ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় ৮টি মহানগরসহ ৬৪টি জেলার সভাপতি- সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। চাঁদপুর জেলা থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শ্রী তমাল কুমার ঘোষ।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনায় রেখে অনুষ্ঠানের আড়ম্বরতায়
অধিকতর সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও সংযত হতে হবে।
সভায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সমন্বয় করার নির্দেশনা প্রদান করা হয়।