প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৮:৫৬
হেরার আলো
অনলাইন ডেস্ক
১১-সূরা হুদ ১২৩ আয়াত, ১০ রুকু, ‘মক্কী’
৬৩। সে বলিল, ‘হে আমার সম্প্রদায়। তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি যদি আমাকে তাঁহার নিজ অনুগ্রহ দান করিয়া থাকেন, তবে আল্লাহ্র শাস্তি হইতে আমাকে কে রক্ষা করিবে, আমি যদি তাঁহার অবাধ্যতা করি? সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়াইয়া দিতেছ।