রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২০:৪৬

মতলবে সাংবাদিক ফোরামের গুণীজন সংবর্ধনা

মতলব ব্যুরো।।
মতলবে সাংবাদিক ফোরামের গুণীজন সংবর্ধনা
মতলব দক্ষিণে সাংবাদিক ফোরামের গুণীজন সংবর্ধনায় উপহার প্রদান করছেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ সাংবাদিক ফোরাম মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুরে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারপার্সন ও মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার সেলিম সভাপতিত্ব করেন। সাংবাদিক ফোরামের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি গোলাম হায়দার মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক দু সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস ও রেদওয়ান আহমেদ জাকির।

অনুষ্ঠানে মতলব প্রেসক্লাবের সদস্য লোকমান হোসেন হাবীব, সমির ভট্টাচার্য্য বলু, দীপু সরকার, দীপু আহমেদ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়