মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২০:৫৮

বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের পাশে জেলা পরিষদের উচ্ছেদ নোটিস

দোকানিরা নিজেরাই দোকান খুলে নেন

বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের পাশে জেলা পরিষদের উচ্ছেদ নোটিস
সোহাঈদ খান জিয়া ও জিএম কাদির

বাবুরহাট-মতলব পেন্নাই সড়কের পাশে মতলব দক্ষিণ উপজেলার

মুন্সিরহাট বাজারে খালের উপরের পশ্চিম পাশের

দোকানগুলো দোকান মালিকরা নিজেরাই সরিয়ে নিয়ে যান।

জানা যায়, চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের পশ্চিম পাশে জেলা পরিষদের জায়গায় গড়ে ওঠা অবৈধ সকল দোকানপাট সোমবার (২৫ আগস্ট ২০২৫) উচ্ছেদ করা হবে মর্মে জানিয়ে নোটিস দেয়া হয়।

অভিযানের পূর্বে সোমবার সকাল ১০টার সময় বিদ্যুৎ কর্তৃপক্ষ ওইসব দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা এবং পুলিশ উচ্ছেদ করতে আসলে মুন্সিরহাট বাজার হতে বরদিয়া আড়ং বাজার পর্যন্ত

দোকান মালিকরা নিজ নিজ উদ্যোগে দোকানগুলো খুলে নিয়ে যায়। আর বিদ্যুতের মিটারগুলো বিদ্যুৎ কর্তৃপক্ষ

দ্রুত অফিসের হেফাজতে নিয়ে নেয়। সাথে সাথে দোকান মালিকরা নিজেরাই নিজেদের দোকান ভেঙ্গে নিয়ে যায়।

এ ব্যাপারে ক'জন দোকানদার বলেন, ২৫ আগস্ট উচ্ছেদ অভিযানের করা হবে। তাই অভিযানের আগেই আমরা নিজেরা নিজেদের দোকানগুলো সরিয়ে নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়