প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৬:৫৩
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার (২৩ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. আবু তাহের সঙ্গীয় অফিসার এএসআই মো. জুয়েল মিয়া এবং ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী গ্রামের বড়ো মসজিদের সম্মুখে অভিযান পরিচালনা করে মো. রাব্বি হোসেন তালুকদার (২০) (পিতা-মো. শাখাওয়াত হোসেন তালুকদার, মাতা-রূপালী বেগম, গ্রাম : চাপিলা, তালুকদার বাড়ি, ০৯নং বালিয়া ইউনিয়ন, ওয়ার্ড নং-০৪, উপজেলা-চাঁদপুর সদর) এবং মো. হাবিবুল্লাহ মিছবাহ (১৬) (পিতা-মো. সাইফুল ইসলাম, মাতা-ফাতেমা বেগম, গ্রাম : দক্ষিণ গুলিশা, ভুঁইয়া বাড়ি, ওয়ার্ড নং-৮, ৯নং বালিয়া ইউনিয়ন, উপজেলা -চাঁদপুর সদর জেলা-চাঁদপুর)কে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং তাদের ব্যবহৃত ১টি মোটর সাইকেলসহ আটক করেন। তারপর মাদক আইনে এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে একই আইনে নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।