প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২০:৩৩
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা

নিজের ঔরসজাত সন্তানের হাত বেঁধে আটকে রেখে পুলিশের জন্যে অপেক্ষা করছেন পিতা বাবুল হোসেন। তিনি মাদকাসক্ত ছেলেকে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাই বাধ্য হয়েই পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পাড়াগাব্দেরগাঁও গ্রামের।
|আরো খবর
জানা গেছে, রূপসা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাড়াগাব্দেরগাঁও গ্রামের দিনমজুর পিতা মো. বাবুল হোসেন (৫০) তিন সন্তানের জনক। ছোট ছেলে হাছান (২৫) নিজেও দুই সন্তানের জনক। কিন্তু সে মাদকাসক্ত। নিজের ঔরসজাত সন্তানকে বারংবার নিষেধ করার পরও মাদক থেকে দূরে রাখতে পারেননি! এমনকি তার নবজাতক সন্তানের মুখও তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে পারে নি!
সর্বশেষ রোববার (১৭ আগস্ট ২০২৫) মাদকাসক্ত ছেলে হাসান টাকার জন্যে পিতা বাবুল হোসেন ও মা আম্বিয়া বেগমকে মারধর করে। এক পর্যায়ে সে ঘরের আসবাবপত্র ভাংচুরও করে। আর পেরে না উঠে স্থানীয়দের সহায়তায় ছেলেকে বেঁধে রেখে স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন লিটনকে সংবাদ দেয়। লিটন এসে ঘটনা জেনে পিতা বাবুল হোসেনের পরামর্শ মতে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ আসলে তিনি নিজে তার সন্তানকে পুলিশের হাতে সোপর্দ করেন।হাছানের মা আম্বিয়া বেগম বলেন, বাবা আর পারি না, অতিষ্ঠ হয়ে গেছি। ছেলেমেয়েরা খুন করলেও বাবা-মা তাদের পক্ষ নেয়। এই ছেলে আমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। আমার এই ছেলের হাতে যারা মাদক তুলে দিয়েছে, তারা আমার পরিবারটাকে ধ্বংস করেছে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন লিটন বলেন, এই মাদকাসক্ত ছেলের আচরণে অতিষ্ঠ হয়ে বাবুল হোসেন আমাকে খবর দেয়। আমিসহ পুলিশকে সংবাদ দিয়ে হাসানকে তাদের হাতে তুলে দিয়েছি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।