প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১২:৫৩
হাজীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আটক ৩

হাজীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওলি উল্যাহ (৫৮)সহ দু ছাত্রলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে (১৬ আগস্ট ২০২৫) পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অপর আটককৃতরা হলেন : হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের
|আরো খবর
মিজি বাড়ির মো. শাহেদ (১৮) এবং মকিমাবাদ গ্রামের মো. অনিক (১৮)। অলি উল্যাহ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্মাদক ও মোহাম্মদপুর বেপারী বাড়ির মরহুম মৌলভী আব্দুল গনির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট গভীর রাতে হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় দেওয়ালে লিফলেট লাগাচ্ছিলেন দুই ছাত্রলীগ কর্মী। এ সময় অন্য দলের ছাত্র সংগঠনের সদস্যরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক বলেন, গাজী অলি উল্যার নামে পুরানো একটি মামলা রয়েছে। আটককৃত সবার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।