মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০

বাণী
অনলাইন ডেস্ক

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও প্রাণের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দুর্গোৎসব শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ চিরন্তন এবং সে যুদ্ধে ন্যায়ের জয় অবশ্যম্ভাবী। এ মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে হিন্দু সম্প্রদায় প্রতি বছর দুর্গাদেবীর আরাধনা করে আসছে। দুর্গতিনাশিনী দেবী বিশ্ববাসীর দুর্গতি বিনাশ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন বলে হিন্দু ধর্মাবলম্বীগণ বিশ্বাস করেন। শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে দুর্গাদেবীর বোধনের মাধ্যমে দুর্গাপূজা শুরু হয় এবং বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণ শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটে। সমাজের অন্যায়-অবিচার, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্ববাসীর মাঝে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায় এ পূজা আয়োজন করে থাকে। সার্বজনীন এ উৎসব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকা রাখবে।

আমি চাঁদপুরের সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করি।

মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম

পুলিশ সুপার, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়