প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৫০
অপেক্ষা

এম আর এম শোভন অপেক্ষা
একজন নেতার জন্য পুরো বিশ্ব অপেক্ষায়
পুরো বিশ্ব অপেক্ষায়
ধূলিধূসর প্রান্তর থেকে
রঙিন নিয়ন-আলো ঢাকা নগরীর বুকে,
আকাশের নক্ষত্রও যেন থেমে গেছে
কোনো মহামুহূর্তের আগমনী সুর শোনার জন্য।মানুষ তাকিয়ে আছে
একজনের দিকে,
যে মাটির গন্ধ জানে,
যে রক্তের মূল্য বোঝে,
যে ইতিহাসের ক্ষত বুকে নিয়ে
আঁকবে ভবিষ্যতের মানচিত্র
পৃথিবী হবে আনন্দময় শান্তিময় শৃঙ্খলা বদ্ধে আবদ্ধ।
কবে আসবে কবে আগমন হবে সেই একজন নেতার
নেতা নেতৃত্ব দেবে পুরো বিশ্বটাকে।
শান্তির আবরণে আগলিয়ে রাখবে থাকবে না দ্বন্দ্ব-দ্বিধা যুদ্ধবিগ্রহ।কৃষকের হাতের ফসলের বীজ
আর সৈনিকের ভাঙা বন্দুক,
শিশুর ভাঙা খেলনা
আর শিক্ষকহীন ক্লাসরুম
সব মিলে ডাকছে সেই নেতাকে
যে ভোর এনে দেবে।তার পদক্ষেপে ভাঙবে ভয়,
তার কণ্ঠে গলে যাবে
শতাব্দীর বরফ জমে থাকা অবিশ্বাস।কিন্তু প্রশ্ন জেগে থাকে
আসবে কি তিনি আকাশ ভেদ করে?
নাকি জন্ম নেবে আমাদেরই মাঝে,
প্রতিটি সৎ হাত, সাহসী মুখ,
অটল হৃদয়ের ভিতরে?