মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জুন ২০২২, ১৭:৩৪

হাজীগঞ্জে সাইবার অপরাধ রোধে পুলিশের সচেতনতামূলক সভা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে সাইবার অপরাধ রোধে পুলিশের সচেতনতামূলক সভা

সাইবার ও সামাজিক অপরাধ রোধ কল্পে হাজীগঞ্জ থানা পুলিশ সচেতনতামূলক সভা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশঁগাও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে এ সভা করে। এতে বিদ্যালয়ের কয়েক"শ শিক্ষার্থী অংশ নেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম।

তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে সোহেল মাহমুদ বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক একটি সামাজিক ব্যাধি। এটা রোধ করতে তোমাদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সবার পাশে আছি।

সাইবার অপরাধ বিষয়ে তিনি বলেন, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ তা নির্ভর করে মানুষের সঠিক ব্যবহার বা প্রয়োগের উপর। তোমরা সচেতনতার সাথে সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার বা ইলেকট্রনিক ডিভাইস সমূহ ব্যবহার করবে এবং প্রয়োজনীয় ও ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করবে। এ সময় তিনি সামাজিক ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবক ও শিক্ষকগণকে অনুরোধ করেন। হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনের সভাপপ্রধানে সভায় আরো বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়