শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫

জিলানী চিশতী কলেজের প্রদর্শক মুনজুর হোসেন পাটওয়ারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে কলেজের প্রদর্শক (জীববিজ্ঞান) মো. মুনজুর হোসেন পাটওয়ারীর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদায়ী প্রদর্শক (জীববিজ্ঞান) মো. মুনজুর হোসেন পাটওয়ারী খুবই আন্তরিক মানুষ। তিনি এ প্রতিষ্ঠানে ৩৫ বছর ৩ মাস ১১ দিন চাকরি করেছেন। তাঁকে বিদায় সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত। তিনি দীর্ঘদিন সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ প্রতিষ্ঠানের জন্যে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি প্রতিষ্ঠানকে ভালোবেসে নিজের পরিবারের মতো আগলে রেখেছেন। একাডেমিক কাজের পাশাপাশি অন্যান্য দায়িত্বও পালন করেছেন। তিনি শিক্ষক প্রতিনিধির দায়িত্বও পালন করেছেন। মুনজুর সাহেব কর্মনিষ্ঠ ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ।

অনুষ্ঠানে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের বিদায়ী প্রদর্শক (জীববিজ্ঞান) মো. মুনজুর হোসেন পাটওয়ারী। তিনি বলেন, আমি এ কলেজে ৩৫ বছর ৩ মাস ১১ দিন দায়িত্ব পালন করেছি। আমি স্মরণ করছি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এটিএম আহমেদ হোসাইন রুশদী মহোদয়কে। এ প্রতিষ্ঠান থেকেই আমার জীবিকার ব্যবস্থা হয়েছে। আমি এ প্রতিষ্ঠানের কাছে ঋণী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সহকারী অধ্যাপক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সহকারী অধ্যাপক ফারজানা আক্তার, সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক মো. হানিফ মিয়া, সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, সিনিয়র প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, প্রভাষক মো. মাহবুবুর রহমান, প্রভাষক মোসা. মনোয়ারা খাতুন, প্রভাষক ফরিদা আক্তার, নবাগত প্রভাষক সুমা রানী পাল, নবাগত প্রভাষক মনোয়ারা আক্তার, নবাগত প্রভাষক মোছা. হাবিবা আক্তার রাণী, লাইব্রেরি শিক্ষক নাছরিন আক্তার ও শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো. রানা সরকার।

অনুষ্ঠানের শুরুতে কলেজের অবসরপ্রাপ্ত প্রদর্শক (জীববিজ্ঞান) মো. মুনজুর হোসেন পাটওয়ারীকে বিদায় সংবর্ধনা, ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী। পাশাপাশি কলেজের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান।

জানা গেছে, কলেজের বিদায়ী প্রদর্শক (জীববিজ্ঞান) মো. মুনজুর হোসেন পাটওয়ারী ২০ সেপ্টেম্বর ১৯৯০ খ্রিস্টাব্দে প্রদর্শক পদে কলেজে যোগদান করেন এবং ১ ডিসেম্বর ২০২৫ তারিখে অবসর গ্রহণ করেন। তিনি মোট ৩৫ বছর ৩ মাস ১১ দিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়