শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫

রহস্যময়ী

মাহমুদ হাসান সজীব
রহস্যময়ী

মাহমুদ হাসান সজীব রহস্যময়ী

তুমি থাকো অজানা নদীর ওপারে,

যেখানে চাঁদের আলোটাও লজ্জা পায় নামতে।

নাম তোমার একটা ফিসফিস মাত্র,

বাতাসে মিশে যায়, কেউ ধরতে পারে না।

আমি জানি না তোমার চোখে কোন সমুদ্র ঢেউ তোলে,

জানি না তোমার হাসিতে লুকিয়ে আছে বর্ষার প্রথম বৃষ্টি।

তুমি আসো, যেন কোনো পুরোনো গানের হারিয়ে যাওয়া সুর

একটু শুনিয়ে দিয়ে আবার নিঃশব্দে মিলিয়ে যাও।

আমি খুঁজবো না তোমায়।

শুধু রেখে যাব একটা খোলা জানালা,

যদি কখনো তোমার পায়ের নূপুর বেজে ওঠে রাতে

আমি চিনে নেব,

এই সেই অচেনা, যে কখনো পরিচয় দেয়নি।

তুমি থাকো এভাবেই,

আমার কবিতার সবচেয়ে সুন্দর শূন্যস্থান।

আমি লিখে যাব,

তুমি লুকিয়ে থাকো।

চিরকাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়