শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭

আলোর পুকুর

মো. হানজালা দিপু
আলোর পুকুর

মো. হানজালা দিপু আলোর পুকুর

ভুবনে যেথায় কিরণ খেলায়,

পূর্বের তৃষ্ণ দেশে,

সেথায় বসত আলোর পুকুর,

হিরোশিমার শেষে।

সেই আলোতে মনুষ্যত্ব,

আজ হচ্ছে বিকলাঙ্গ,

কেউ হারালো ব্যক্তিত্ববোধ,

কেউ হারালো অঙ্গ!

থই কিরণে লিটল বয়,

হত্যা করিছে জ্ঞান,

স্বদেশের সাথে ধ্বংসযজ্ঞ,

এই যেনো তার ধ্যান।

কেউ মরে অনাহারে,

কেউ করে চুরি,

কেউ-বা আবার জন্মান্ধ,

কারো মোটা ভুড়ি।

দেশের সাথে দেশের যুদ্ধ,

ইতিহাস হয়ে রয়,

আপন দেশে বাঁচার যুদ্ধ,

তার কথা কে কয়?

পারমাণবিক মরণ অস্ত্র,

পৃথিবীতে আলো ছড়ায়,

সেই আলোর প্রতিফলন,

লাগলো সবার গায়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়