বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪

*১৯ ডিসেম্বর স্বপ্নের ফরিদগঞ্জের মেধাবৃত্তি পরীক্ষা*

শামীম হাসান।।
*১৯ ডিসেম্বর স্বপ্নের ফরিদগঞ্জের মেধাবৃত্তি পরীক্ষা*

আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বপ্নের ফরিদগঞ্জ আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫। এ বছর প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ৮৪৭ জন শিক্ষার্থী। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলো প্রায় ৩০০-৪০০ জন শিক্ষার্থী অংশ নেবে। কিন্তু প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শেষে দেখা যায়, প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

এ বছর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্তরভিত্তিক সংখ্যা হলো : ৩য় শ্রেণি ১৩৪ জন, ৪র্থ শ্রেণি ১৭২ জন, ৫ম শ্রেণি ২০৮ জন, ৬ষ্ঠ শ্রেণি ১০৪ জন, ৭ম শ্রেণি ১১৪ জন ও ৮ম শ্রেণি ১১৫ জন।

পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে বিস্তৃত মূল্যায়ন করা হবে। আয়োজকরা জানান, এতো বড়ো পরিসরের বৃত্তি পরীক্ষা আয়োজন তাদের জন্যে যেমন আনন্দের, তেমনি এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও।

স্বপ্নের ফরিদগঞ্জ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট সকল অভিভাবক, শিক্ষক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা আরও জানান, শিক্ষার্থীদের জন্যে সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে। স্বপ্নের ফরিদগঞ্জের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়