শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭

ইছামতী

মো. আকাশ হোসেন
ইছামতী

মো. আকাশ হোসেন ইছামতী

ইছামতী, এখনো মনে পড়ে তোমার কথা

তোমার প্রতীক্ষায় ছিলাম বারবার;

তোমার সীমানায় যখন সন্ধ্যা নামতো

তখন চুপিসারে ভিড় জমাতো পাখির দল।

ইছামতী, তুমি কী জানো নাÑ

তোমার পাড় ঘেঁষে উড়ে যায় মেঘের পাহাড়।

এখনো কৃষকের দল লাঙল, কোদাল কাঁধে নিয়ে

তোমার পাশ দিয়ে হেঁটে যায় অবলীলায়।

ইছামতী, তুমি দেখো না

তোমার পাড়ের কিনারায় দোতরা বাজিয়ে

হেঁটে যায় একদল অর্ধউলঙ্গ বাউলের দল।

ইছামতী, এখনো তোমার ভূমিতে শস্য জন্মে না,

তোমার মলিন স্রোতে পাথর খসে পড়ে না।

তোমার ফুটানো ফুলগুলি নিংড়ে গেছে

সকাল-সন্ধ্যার জোয়ার-ভাটায়।

তোমাকে আর দেখতে আসে না শিশুর দল

ইছামতী, তোমার দুঃখ দেখে দেখে,

ভেসে আসে আজন্ম চোখের জল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়