প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৭:৪১
বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ হলে বিশ্ব শাসন করতে পারবে ---লক্ষ্মীপুরে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ হলে বিশ্বকে শাসন করতে পারবে। দেশকে সর্বশ্রেষ্ঠ করতে হলে বিশ্বের সব জ্ঞানকে দেশে নিয়ে আসতে হবে। লাইব্রেরীতে বই থাকে যদি, শিক্ষক ও শিক্ষার্থীরা যদি নিয়মিত বই পড়ে, তাহলে দেশের প্রতিটি এলাকায় জ্ঞানের মশাল জ্বলে উঠবে। লাইব্রেরীর মাধ্যমে জ্ঞান ছড়িয়ে পড়ুক সবার মাঝে। এতে বিশ্বের কাতারে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
|আরো খবর
তিনি ৭ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) সকালে লক্ষ্মীপুর জেলার ২৯২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী কর্নার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ প্রমুখ।
আলোচনা সভাশেষে প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলার ২৯২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরী কর্নার শুভ উদ্বোধন ঘোষণা করেন।