বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৭:৩৪

পুলিশ পেশাগত দক্ষতায় অপরাধ দমনে কাজ করছে ---- অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান

মো.আলমগীর তালুকদার।।
পুলিশ   পেশাগত দক্ষতায়   অপরাধ দমনে  কাজ করছে  ---- অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানকে ফুল দিয়ে বরণ করছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামসহ অন্য সদস্যবৃন্দ।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান কচুয়া থানায় নিয়মিত পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুরে তিনি কচুয়া থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, থানায় কর্মরত পুলিশ বাহিনীর সদস্যগণ মেধা ও পেশাগত দক্ষতার মাধ্যমে অপরাধ দমন ও নিরসনে বলিষ্ঠভাবে কাজ করছে। তিনি আরো বলেন, কোনো জায়গায় অপরাধ ঘটার সাথে সাথেই ব্যবস্থা নিতে হবে। বর্তমান সময়ে কিশোর গ্যাং, মাদক, জুয়া এসব বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আমার সহকর্মীদের প্রতি আমার আস্থা ও বিশ্বাস, তারা সবাই দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করছে।

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোহাম্মদ আব্দুল হাই, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক, কচুয়া থানার সেকেন্ড অফিসার মো. রাশেদুজ্জামান, সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফ. ম. মো. শাহজাহানসহ কচুয়া থানায় কর্মরত পুলিশ বাহিনীর সকল সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়