বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৮:৩৭

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লক্ষ টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লক্ষ টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার, আটক ১

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার হয়েছে। এ সময় লালন মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আটক এবং অবৈধ মালামাল বহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, এসআই হীরক চক্রবর্তী, এএসআই মো. আবুল ভাসানী এবং কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশীসহ ডিবির একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে অবৈধ পথে আমদানি করা ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার করে। এ সময় অবৈধ মালামাল বহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয়।

ডিবি অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্রাচার্য্য জানান, খালি কার্টুনের আড়ালে বিপুল চোরাই পণ্য বোঝাই ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল। এ সময় তল্লাশি চালিয়ে ট্রাক থেকে এসব চোরাই বিভিন্ন প্রকারের প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ভারতীয় পণ্য বহনের কথা স্বীকার করলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় আটক এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়