বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৫:৫৫

শ্রীমঙ্গলে সাজা ও ওয়ারেন্টের ৩ আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে সাজা ও ওয়ারেন্টের ৩ আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) শ্রীমঙ্গল থানার এসআই বাবলু কুমার পাল, এসআই মহিবুর রহমান ও এএসআই মো. নজরুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার খাইছড়া চা বাগানের মানিক নায়েকের ছেলে মিন্টু ওরফে কৃষ্ণকে, ভাড়াউড়া চা বাগানের ধারু হাজরার ছেলে কিশোর হাজরা ও সুধারাম হাজরার ছেলে বিকাশ হাজরাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, ২০২২ সালের জুলাই মাসে শ্রীমঙ্গলের হুসনাবাদ চা বাগান এলাকায় একটি বিশেষ অভিযানে তাদেরকে বিদেশি মদসহ গ্রেপ্তার হলে শ্রীমঙ্গল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (জিআর ২২১/২২) দায়ের করা হয়।

এ মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারিক আদালত তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়