রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০০:১৩

কচুয়ায় জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন ও প্রস্তুতি সভা

মো. আলমগীর তালুকদার
কচুয়ায় জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন ও প্রস্তুতি সভা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে কচুয়ায় উদযাপন কমিটি গঠন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট ২০২৫) বিকেলে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে জনতা সুপার মার্কেটে নিজস্ব অফিস কক্ষে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ কার্তিক ঘোষ, জন্মাষ্টমী কমিটির সাবেক সদস্য সচিব মানিক মজুমদার সোহাগ, ইসকন প্রতিনিধি তারক ব্রজনাথ দাস, সাচার গীতা স্কুল পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক পাপন দাস প্রমুখ। এ সময় সভাপতি প্রিয়তোষ পোদ্দার সবাইকে ধন্যবাদ জানিয়ে পুরাতন কমিটি বিলুপ্ত করেন।

দ্বিতীয় অধিবেশনে জন্মাষ্টমী উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার করের সভাপতিত্বে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মানিক ভৌমিককে সভাপতি, উজ্জ্বল কৃষ্ণ মজুমদারকে সাধারণ সম্পাদক ও জয়দেব কর্মকারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

এ সময় গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব চন্দ্র শীল, ভক্ত বিপ্লব সাহা, তাপস সাহা, বিনয় সরকার, বিমল শীল, সুশান্ত ধাম, বাপন সরকারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও সনাতনী ভক্ত উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়