প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৩:৪৫
হাজীগঞ্জে কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা

'মানবতার কল্যাণে মেধার আলোয় আলোকিত হোক আগামীর প্রজন্ম' এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ এ ২টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ৬০টি প্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র অসহায় ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা উপকরণ, নগদ অর্থ প্রদান করেন হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের সফল চেয়ারম্যান মরহুম কাজী মফিজুল ইসলামের স্মৃতি বিজড়িত কাজী মফিজুল ইসলাম কল্যান ট্রাস্ট।
|আরো খবর
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) ইউনিয়নের মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তারপর আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান লন্ডন প্রবাসী কাজী মো. জহিরুল ইসলাম জুয়েল ও
কো-চেয়ারম্যান লন্ডন প্রবাসী কাজী জাহিদুল ইসলাম জিলনের সার্বিক তত্ত্বাবধানে, কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব কাজী মোহাম্মদ মাসুদ আলমের আহ্বানে রাজারগাঁও ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্তার হোসেন প্রধান ও মেনাপুর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী খাতুনে জান্নাত তিথির যৌথ উপস্থাপনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. গিয়াসউদ্দিন কবির, সমাজসেবক হাবিবুর রহমান ঢালী, রাজনীতিবিদ ও
সমাজসেবক মো. সাবের সিদ্দিকী, চাঁদপুর জজকোর্টের সহকারী সরকারি কৌঁসুলি এস এম নাজিমুল্যাহ বাপ্পি, সমাজসেবক কাজী আবুল হাছানাত বাদল ও ঢাকা পল্টন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন বেপারী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার বিভিন্ন পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা কাজী মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন নারায়ণগঞ্জের আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন সরকার।







