প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭
হাজীগঞ্জে মহান বিজয় দিবস পালিত

হাজীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা শুরু হয়। এর পরেই উপজেলা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনসহ অন্য সকল সরকারি কর্মকর্তা।
|আরো খবর
উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, ফায়ার সার্ভিস, হাজীগঞ্জ প্রেসক্লাব, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিল্পকলা একাডেমি, পিটিআই, রোটারী ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন লোকজন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন। এছাড়াও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বারের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন, বালক-বালিকাদের ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১১টায় স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে উপজেলা পরিষদ একাদশ ও হাজীগঞ্জ পৌরসভা একাদশের প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।








