প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:৫০
কুমিল্লা মহাতীর্থ চণ্ডীমূড়া সেবাশ্রমে গীতাযজ্ঞ ও মাসিক ভোগ আজ
তাপস চন্দ্র সরকার।।

আজ ২২ আগস্ট ২০২৫ (শুক্রবার) প্রতি মাসের ন্যায় এই মাসেও বিশ্ব শান্তি কল্পে মানব কল্যাণ কামনায় কুমিল্লার লালমাই উপজেলাধীন লালমাই পাহাড়চূড়ায় অবস্থিত মহাতীর্থ চণ্ডীমূড়া সেবাশ্রমে মহা-গীতাযজ্ঞ, মাসিক ভোগ এবং দ্বি-প্রহরে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
|আরো খবর
ওই মহতী অনুষ্ঠানে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন মহাতীর্থ চণ্ডীমুড়া সেবাশ্রমের মঠাধ্যক্ষ শ্রী দূর্লভ চন্দ্র দাস।