প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২২:২৭
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

চাঁদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম। সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ওসি মো. আজিজুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়। জুলাই ২০২৫ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্যে তাঁকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি, অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর, সকল থানা/ইউনিট ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।