বুধবার, ১৩ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৯:৩৮

চাঁদপুরে অবৈধ কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না — জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

এম এ গাফফার।।
চাঁদপুরে অবৈধ কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না  — জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর জেলার সকল ইটভাটা মালিকের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমি মনে করি, আপনারা সকল ইটভাটা ব্যবসায়ী সরকারি নীতিমালা সম্পর্কে জানেন। আপনারা জেনেই ব্যবসা করে আসছেন।

তিনি আরও বলেন, যেসব অবৈধ ইটভাটায় আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি, সেগুলো অবশ্যই আইনানুযায়ী করেছি। আপনারা যারা এখনো অবৈধভাবে ইটভাটা চালিয়ে যাচ্ছেন, তারা শিগগিরই আবার অভিযানের মুখে পড়বেন।

তিনি বলেন, আপনারা যারা অবৈধ রয়েছেন, তারা এখনও সময় আছে, আগামী এক মাসের মধ্যে আইনানুযায়ী কাগজপত্র ঠিক করে নিন। এছাড়া যারা প্রাপ্তির যোগ্য, তারা আগামী এক মাসের মধ্যে আবেদন করলে পরিবেশ ছাড়পত্র দিয়ে দেওয়ার জন্যে পরিবেশ অধিদপ্তরকে অনুরোধ করবো। নীতিমালা অনুযায়ী যদি আপনার ইটভাটার পরিবেশ ছাড়পত্র না থাকে, অন্যান্য কাগজপত্রও না থাকে—তাহলে সেগুলো দ্রুত করে নিন। তবে পানি দিয়ে নিভিয়ে দেওয়ার পথে না গিয়ে সরাসরি বন্ধ করে দেওয়া হবে।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার, মতলব দক্ষিণ (সার্কেল) খায়রুল কবির, শহরের বিবিএম ব্রিফ ফিল্ডের মালিক মিজানুর রহমান খানসহ অন্য ইটভাটা মালিকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়