প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৯:২৪
প্রিয়জনকে শিক্ষা উপকরণ ও গাছের চারা উপহার দিন --সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত

কারো বাড়িতে বেড়াতে যাচ্ছেন, তার জন্যে উপহার হিসেবে দামে সস্তা, মানে অমূল্য গাছের চারা নিয়ে যান, অথবা তার সন্তানের জন্যে শিক্ষা উপকরণ নিয়ে যেতে পারেন। কিছুটা ব্যতিক্রমী হলেও এ রকম একটি উন্নত জাতিগত চরিত্র ও সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলতে পারি। এতে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের লাভ হবে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) চাঁদপুর সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমণ্ডলীর সঙ্গে মতবিনিময় সভায় উপহার হিসেবে তাদের হাতে শিক্ষা উপকরণ খাতা, কলম, জ্যামিতি বক্স ও ফলদ-বনজ বৃক্ষের চারা প্রদান অনুষ্ঠানে সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ আন্দোলন জোরদার করা হবে বলে জানান তিনি। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।