রবিবার, ১০ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২১:০৫

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কচুয়ায় মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন

মো. আলমগীর তালুকদার।।
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কচুয়ায় মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কচুয়ায় মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গ্রেফতারকৃত আসামীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার ব্যানারে কচুয়া পৌর ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি এম. সাইফুল মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া বার্তার সম্পাদক ও বাংলাভিশনের কচুয়া প্রতিনিধি মো. আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডা. একেএম জাকির হোসেন, মানিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্সি, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, ইসমাইল হোসেন বিপ্লব, শাহ ইমরান খান, মো. রাসেল, সঞ্জিব ভৌমিক অপু, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ডলারসহ আরো অনেকে। এ সময় কচুয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিড়িয়ায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়