প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২০:৪৬
মতলব বাজারে সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ' শিরোনামে চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের পর
ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা : ভবনের বাড়তি অংশ ভাঙ্গার নির্দেশ

দৈনিক চাঁদপুর কণ্ঠে 'মতলব বাজারে সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ' শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। এছাড়া সরকারি জায়গায় করা ভবনের বাড়তি অংশ দু দিনের মধ্যে ভাঙ্গার নির্দেশ দিয়েছেন।সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও।
জানা যায়, মতলব সদর বাজারে (মুদি বাজার) বাজারের ব্যবসায়ী জয়দেব চন্দ্র দাস সরকারি জায়গা দখল করে দ্বিতল ভবন নির্মাণ করছেন। এই ভবনের সামনের অংশ সরকারি রাস্তায় এবং পেছনের অংশে সিঁড়ির চৌকি ড্রেনের উপর নির্মাণ করেছেন। ড্রেনের ওপর মালামাল রেখে কাজ করায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জনস্বার্থে এ সংক্রান্ত সংবাদ চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, সরকারি সম্পত্তিতে ভবন নির্মাণ করায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুদিনের মধ্যে ভবনের বাড়তি অংশ ভেঙ্গে ফেলার জন্যে বলা হয়েছে। সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে প্রশাসন কাজ করছে।