রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২০:১১

অ্যাড. শেখ আবু তাহেরের মৃত্যুবার্ষিকীতে জেলা আইনজীবী সমিতিতে মিলাদ ও দোয়া

আদালত প্রতিবেদক।।
অ্যাড. শেখ আবু তাহেরের  মৃত্যুবার্ষিকীতে জেলা আইনজীবী সমিতিতে মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাড. শেখ আবু তাহেরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বাদ জোহর জেলা আইনজীবী সমিতি মসজিদে এ মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাড. সলিম উল্লাহ সেলিম, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. কাইউম মোল্লা ও সিনিয়র আইনজীবীসহ অন্যান্য আইনজীবী।

মিলাদের আয়োজক অ্যাড. কাইউম মোল্লা এ প্রতিবেদককে জানান, আমার সিনিয়র অ্যাড. শেখ আবু তাহের স্যার গত বছর এই দিনে মারা গিয়েছিলেন। এছাড়া সমিতির অন্যান্য অসুস্থ আইনজীবীদের জন্যেও এই মিলাদের আয়োজন করা হয়।

ক্যাপশান -- অ্যাড. শেখ আবু তাহেরের মৃত্যুবার্ষিকীর মিলাদ ও দোয়ানুষ্ঠানে মোনাজাতরত আইনজীবীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়