শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৩:৫৫

কচুয়ায় শিক্ষা সংস্কারের উদ্যোগে জেন-জেড টু কনফারেন্স

শিক্ষার সর্বস্তরে নৈরাজ্য বিরাজ করছে : ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষার সর্বস্তরে নৈরাজ্য বিরাজ করছে : ড. আ ন ম এহছানুল হক মিলন
মো. নাছির উদ্দিন

কচুয়া উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও গুণীজনের সাথে ইআরআই বা শিক্ষা সংস্কারের উদ্যোগে আয়োজিত জেন-জেড টু অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট ২০২৫) প্রশন্নকাপ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইআরআই-এর চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

অ্যাড. কামরুল ইসলাম ও ইমরান শাহের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, মফিজুল ইসলাম, ইউসুফ মিয়াজী, আনোয়ার হোসন, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক, দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, প্রশন্নকাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গোপসহ আরো অনেকে।

ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার করুণ দশা সম্পর্কে সবাই কম-বেশি অবহিত। আমরা একটি যুগোপযোগী, গণমুখী ও কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবারন করতে পারিনি। এটা আমাদের জাতীয় ব্যর্থতা। ফলে শিক্ষার সর্বস্তরে নৈরাজ্য বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়েছে এবং এগুলোকে দুর্নীতি গ্রাস করেছে। হীন রাজনৈতিক স্বার্থে শিক্ষাঙ্গনকে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে দলীয় বিবেচনায় নিম্নমানের শিক্ষক নিয়োগ করা হয়েছে। এতে শিক্ষার মান ক্রমেই নিম্নগামী হয়েছে এবং তা শিক্ষাক্ষেত্রে সর্বনাশ ডেকে এনেছে। এ পরিপ্রেক্ষিতে আমি এ মুহূর্তে জাতিকে রক্ষা করার জন্যে একটি শিক্ষা সংস্কার উদ্যোগ গঠনের প্রয়োজন অনুভব করছি এবং অনতিবিলম্বে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যে সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এখন সময়ের দাবি।

তিনি বলেন, একুশ শতকে উচ্চশিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলার জন্যে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। আমাদের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে মূল্যায়ন করার সময় এসেছে।

ছবি: ইআরআই বা শিক্ষা সংস্থার উদ্যোগে আয়োজিত জেন-জি২ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. আ ন ম এহসানুল হক মিলন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়