শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৩:৪৬

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম দীপুকে সংবর্ধনা

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম দীপুকে সংবর্ধনা
মো. ফয়সাল আহমদ

শাহরাস্তিতে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম দীপুকে সংবর্ধনা দিয়েছে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যরা।

শুক্রবার (১ আগস্ট ২০২৫) উঘারিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

ক্লাবের বর্তমান সভাপতি মো. মাহবুবুর রহমান বলেন, শুরুর দিকে এই ক্লাবটি প্রত্যন্ত অঞ্চলের হওয়ায় সবখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সমস্যা হতো। বর্তমানে এলোমেলো এই ক্লাবকে নতুনরূপে ফিরিয়ে আনেন এই ক্লাবেরই প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম দীপু।

শাহরাস্তি প্রিমিয়ার লীগ (এসপিএল) থেকে আধুনিক ক্লাব গঠনে জাহিদুল ইসলাম দীপু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে আমাদের ক্লাবের পরিচিতি ও সুনাম দেশব্যাপী হয়ে উঠছে।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম দীপু। এ সময় তিনি বলেন, আমি খুবই আনন্দিত আপনাদের এই উপস্থিতি দেখে। আপনারা জেনে খুশি হবেন যে, ইতোমধ্যে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের জন্যে স্টেডিয়াম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি দ্রুত আমরা তা বাস্তবায়ন করবো। ক্লাবের খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, খেলায় হারজিত থাকবে। তবে আমি আপনাদের খেলায় যথেষ্ট খুশি। ভবিষ্যতে আপনারা ক্লাবের হয়ে আরো ভালো সফলতা পাবেন এই আশা আপনাদের কাছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. ইলিয়াস ভূইয়া মাসুম, শেখ মুজিবুর রহমান, আনোয়ার হোসেন ভূইয়া, জহির রায়হান পাটোয়ারী, মো.আবদুল মান্নান, প্রতিষ্ঠাতা সদস্য মো. আবু সায়েম, কবির হোসেন পাটোয়ারী, মনজুরুল ইসলাম মিঠু, মাহি আলম টিটু, সামসুল আলম, খায়ের আলম সুমন, বিশিষ্ট ব্যবসায়ী

আনোয়ার হোসেন মানিকসহ অত্র ক্লাবের খেলোয়াড় ও অন্য অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়