শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪

ইচ্ছে

মো. আকাশ হোসেন
ইচ্ছে

মো. আকাশ হোসেন ইচ্ছে

আমার ইচ্ছেগুলিÑ

আকাশের মতো বিশালতা নিয়ে বেঁচে আছে।

নীরব আঁধারে আমার স্বর্গীয় ইচ্ছেগুলি

এখন, চোখ ধাঁধানো পোয়াতি স্বপ্ন।

আমার মাঝে মাঝে ইচ্ছে হয়

দেহভর্তি ভালোবাসাগুলিকে আশ্রয় দিই

জরাজীর্ণ হৃদয়ের গভীরতায়।

আমার এখনো রোজ ইচ্ছে হয়

দেয়ালে পিঠ ঠেকে দুঃখগুলি বিলাপ করি।

মাঝে মাঝে ইচ্ছে হয়

আঘাত পেয়েও বিচারের দাবি না করি।

আমার বদলে যেতে ইচ্ছে হয়

মাঝে মাঝে ইচ্ছে হয়

কারো সাথে করি- ঈশ্বর আলাপ।

আমার এখনো ইচ্ছে হয়

এই ঘোর অন্ধকারের বিষণ্ন জীবন ছেড়ে

আবার ফিরে আসি আগের জীবনে।

আমার জমে থাকা অপার্থিব ইচ্ছেগুলি; এখন, আকাশনীল চিরসবুজের পৃথিবী হয়ে আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়