প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০২:০৭
আজ নিলীমা মজুমদারের দশম মৃত্যুবার্ষিকী
কথাসাহিত্যিক প্রণব মজুমদারের মায়ের স্মরণে প্রার্থনা সভা

কথাসাহিত্যিক, কবি এবং অর্থকাগজ সম্পাদক প্রণব মজুমদারের মা রত্নগর্ভা নিলীমা মজুমদারের আজ বুধবার (৩০ জুলাই ২০২৫) দশম মৃত্যুবার্ষিকী।
|আরো খবর
৮৬ বছর বয়সে এদিন তিনি চাঁদপুর শহরে অবস্থিত তাঁর মেজ ছেলে ডা. এস. কে. মজুমদারের বাসায় মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে ঢাকা, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
নিলীমা মজুমদার অবিভক্ত ত্রিপুরা জেলার ব্রিটিশ বিরোধী ভারত ছাড় আন্দোলনের সংগঠক ও নাট্যশিল্পী এবং চিকিৎসক প্রয়াত ড. কালী কৃষ্ণ মজুমদারের সহধর্মিণী।