বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ২১:১৮

চট্টগ্রাম রেডিশন ব্লুতে রোটারী ফাউন্ডেশন সেমিনারে

পিএইচএফ পদক গ্রহণ করলেন রোটাঃ মাহবুবুর রহমান সুমন

অনলাইন ডেস্ক
পিএইচএফ পদক গ্রহণ করলেন রোটাঃ মাহবুবুর রহমান সুমন

চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন পিএইচএফ (পল হ্যারিস ফেলো) পদক গ্রহণ করেছেন। গত শনিবার ১২ নভেম্বর চট্টগ্রাম রেডিশন ব্লু হোটেলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২-এর দি রোটারী ফাউন্ডেশন সেমিনারে রোটাঃ সুমন এই পদক গ্রহণ করেন। রোটারী গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরীর কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন চলতি ২০২২-২৩ রোটারী বর্ষে রোটারী ফাউন্ডেশনে ১ হাজার ডলার জমা দিয়ে পিএইচএফ+২ বা পিএইচএফ লেভেল-৩ (এমপিএইচএফ) হলেন। এর আগে ২০১৭ সালে রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন রোটারী ফাউন্ডেশনে প্রথমে ১ হাজার ডলার জমা দিয়ে পিএইচএফ এবং ঐ বছরই আরো ১ হাজার ডলার জমা দিয়ে এমপিএইচএফ (পিএইচএফ+১) হয়েছিলেন। ২০২১ সালে তিনি ১শ’ ডলার দিয়ে এমসি পদক লাভ করেন। রোটা. সুমন মোট ঐ ফান্ডে ৩ হাজার ১শ’ ডলার দান করেন

গ্রেটার চট্টগ্রাম রোটারী ক্লাবের স্বাগতিকতায় দি রোটারী ফাউন্ডেশনের সেমিনারে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহানসহ সিনিয়র রোটারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়