বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৬

ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সাফল্যের শিখরে চাঁদপুর সরকারি শিশু পরিবার

মাঠে নিপুণ ছন্দ, লক্ষ্য আকাশছোঁয়া!

চাঁদপুরের এক অনন্য শিশু পরিবারের গল্প।

পলাশ দে
মাঠে নিপুণ ছন্দ, লক্ষ্য আকাশছোঁয়া!
ছবি :চাঁদপুর সরকারি শিশু পরিবার (বালিকা) জেলা প্রশাসকের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৬ সালের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগীতায় প্রথম হবার গৌরব অর্জনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার নেয়ার দৃশ্য

অসহায় ও এতিম শিশুদের কেবল লালন-পালনই নয়, বরং সুশিক্ষায় শিক্ষিত করে জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য চাঁদপুর বাবুরহাট সরকারি শিশু পরিবারএর। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াসাংস্কৃতিক চর্চায় এই প্রতিষ্ঠানের নিবাসী বালিকাদের অভাবনীয় সাফল্য এখন জেলা ছাড়িয়ে দেশজুড়ে প্রশংসিত হচ্ছে। সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

দৃষ্টিনন্দন পরিবেশ ও নিয়মতান্ত্রিক প্রশিক্ষণ

বাবুরহাট সরকারি শিশু পরিবারের বর্তমান পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্নদৃষ্টিনন্দন। এখানে নিবাসীদের শারীরিকমানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার ব্যবস্থা রয়েছে। বর্তমানে মেয়েদের একটি শক্তিশালী ফুটবল ও একটি ক্রিকেট টিম রয়েছে। প্রতিদিন বিকেলে চাঁদপুর শহর থেকে এসে তাদের নিবিড় প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ ফুটবল কোচ মো. ইউছুফ বকাউল।

IMG-20260115-WA0004

ছবি :প্রশিক্ষনের দৃশ্য-১

সাফল্যের মুকুটে নতুন পালক: কুচকাওয়াজ ও ফুটবল

কোচ ইউছুফ বকাউল জানান, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও ফুটবলাররা কঠোর পরিশ্রম করে। তাদের এই অদম্য ইচ্ছাশক্তির ফলস্বরূপ চাঁদপুর পৌরসভাজেলা প্রশাসক কাপ ফুটবলে তারা এ পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সাফল্যের এই ধারাবাহিকতায় যোগ হয়েছে সবশেষ অর্জন। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) মোহাম্মদ ছায়েফ উদ্দিন জানান, ২০২৬ সালের মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজডিসপ্লে—উভয় বিভাগেই প্রথম স্থান অধিকার করেছে চাঁদপুর সরকারি শিশু পরিবারের বালিকারা।

বহুমুখী প্রতিভা ও আঞ্চলিক সাফল্য

শুধু প্রতিষ্ঠানের ভেতর নয়, স্থানীয় বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের হয়েও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সদর উপজেলায় সাফল্যের স্বাক্ষর রাখছে এই বালিকারা।

ফুটবল টিমের নিয়মিত সদস্যরা হলেন:

এম্যাওয়াই মারমা (দ্বাদশ শ্রেণি), উলিপ্রু মারমা, কানিজ ফাতেমা, তাহমিনা আক্তার, খিরাতীওয়াই মারমা, জান্নাত আক্তার, এখিনু মারমা, উসিয়াম মারমা, মাহমুদা আক্তার, নুয়ইপ্রু মারমা, ফারহানা আক্তার, সাথী আক্তার, মাকসুদা আক্তার ও তানিশা আক্তার।

অন্যদিকে, জান্নাত আক্তারের নেতৃত্বে ১৫ জনের একটি ক্রিকেট টিমও নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে। এছাড়া বিস্কুট দৌড়, স্কিপিং, বল নিক্ষেপ, দীর্ঘ লাফ১০০ মিটার দৌড়ের মতো ইভেন্টেও নিবাসীরা পারদর্শী।

IMG-20260115-WA0005

ছবি :প্রশিক্ষনের দৃশ্য-২

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়াই

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মোট ১৫টি সরকারি শিশু পরিবারের (বালক ও বালিকা) মধ্যে প্রতিবছর আয়োজিত বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুর সরকারি শিশু পরিবার নিয়মিতভাবে পুরস্কার জিতে জেলার সুনাম বয়ে আনছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সঠিক পৃষ্ঠপোষকতা এবং উন্নত প্রশিক্ষণ পেলে এই অনাথ শিশুরা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়