প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:৫৫
চাঁদপুরে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টে একুশে ক্লাব চ্যাম্পিয়ন

চাঁদপুর সদর উপজেলার ১৪নং ওয়ার্ড-এর বাবুরহাট দক্ষিণ দাসদী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬-এর মেগা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় দক্ষিণ দাসদী বেপারী বাড়ি সংলগ্ন বালুর মাঠে এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
চূড়ান্ত লড়াইয়ে একুশে ক্লাব ও স্বদেশ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। টানটান উত্তেজনার খেলায় স্বদেশ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে একুশে ক্লাব। দলের এই সাফল্যে একুশে ক্লাবের কর্ণধার অ্যাডভোকেট হান্নান কাজী আনন্দ-উল্লাসে মাঠ মাতিয়ে রাখেন।
অতিথি ও আয়োজকবৃন্দ
বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ মোবারক পালোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী প্রসিকিউটর মোঃ মাসুম আলম।
বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মোঃ আনোয়ার গাজী।
আমেরিকা প্রবাসী ক্রীড়ানুরাগী মোঃ আহাদ গাজী।
বিশিষ্ট ব্যক্তিবর্গ: চন্দন দে, মোঃ রুবেল ঢালী, মোঃ সাদ্দাম খান, মোঃ মাহবুজুর রহমান সজিব, মোঃ বিল্লাল গাজী, মোঃ মমিন গাজী, মোঃ মাহবুব এলাহী, প্রবাসী বিশ্বনাথ দে, মোঃ সেলিম শেখ, মোঃ মহন পালোয়ান, মোঃ রাশেদ হাওলাদার ও সুমন তালুকদার।
সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা
পুরো টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ হান্নান বেপারী। আয়োজক কমিটিতে সক্রিয় ছিলেন নুরুল ইসলাম, কবির, আবু কালাম (কালাম বন্ধু মহল) ও মোঃ আরিফ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম পিন্টু, মোঃ তারেক খান ও মোঃ মাসুদ বেপারী।
ব্যতিক্রমী আয়োজন
মাসব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া টুর্নামেন্টের একটি ব্যতিক্রমী দিক ছিল নিয়মিত খেলা দেখতে আসা ‘সেরা দর্শকদের’ বিশেষ পুরস্কারে ভূষিত করা।
ডিসিকে/এমজেডএইচ








