বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৯

চাঁদপুর স্টেডিয়ামে বন্ধু ব্যাচ ২০০২-২০০৪-এর শিরোপা জয়ী ইনটেন্ট ইন্টিরিয়র্স

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর স্টেডিয়ামে বন্ধু ব্যাচ ২০০২-২০০৪-এর শিরোপা জয়ী ইনটেন্ট ইন্টিরিয়র্স

বন্ধুত্বের আবেগ, আনন্দ-উচ্ছ্বাস আর ক্রিকেটের রোমাঞ্চে মুখর হয়ে উঠেছিলো ইলিশের বাড়ি চঁাদপুর। বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫-এর ৭ম আসরের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি চঁাদপুরের এসএসসি ব্যাচ-২০০২ ও এইচএসসি ব্যাচ-২০০৪-এর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

‘ইলিশের নগরীতে বন্ধুত্বের বল, ক্রিকেট খেলতে চঁাদপুর চল’Ñএই স্লোগানে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করা হয়।

চঁাদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বন্ধু ব্যাচ ২০০২-২০০৪-এর ৭ম আসরের শিরোপা জয়লাভ করলো ইনটেন্ট ইন্টিরিয়র্স চঁাদপুর। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) টুর্নামেন্টের ফাইনালে উঠে ইনটেন্ট ইন্টিরিয়র্স চঁাদপুর ও ড্রেজলার হিলশা। ফাইনালে ড্রেজলারকে হারিয়ে ইনটেন্ট এ শিরোপা জয়লাভ করে।

ফাইনালে ড্রেজলার প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৯২ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে ইমন সরকার ১৮ বলে ৫০ রান, সবুজ ১২ বলে ৩০ রান করেন। বল হাতে ইনটেন্ট-এর আমিন ২৩ রানে ২ উইকেট নেন।

ইনটেন্ট ইন্টিরিয়র্স চঁাদপুর ৯৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৫ ওভার ২ ওভারে ৯৪ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ রান করে সোহাগ খান ১৪ বলে ৩৯, সাইফ ৭ বলে ২০ রান।

টুর্নামেন্টে সোহাগ খান ম্যান অফ দ্যা ফাইনাল, সেরা ফিল্ডার নূর মোহাম্মদ বাবু, সেরা বোলার সাইফ সোহাগ, সেরা ব্যাটার সাইফ সোহাগ, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন সাইফ সোহাগ। চ্যাম্পিয়ন হয় ইনটেন্ট ইন্টিরিয়র্স, রানারআপ ড্রেজলার হিলশা ও ফেয়ার প্লে রিভার সাইড চঁাদপুর।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, হাসান আল জায়েদ রিফাই, আয়োজক কমিটির টাইটেল স্পন্সর ফ্রেইটেজের স্বত্বাধিকারী মাসুদ আলম সিদ্দিকী, ব্লু সার্কের স্বত্বাধিকারী ফয়সাল খানসহ ব্যাচের বন্ধুরা।

টুর্নামেন্টে অংশ নিয়েছিলো ৪টি দল। এ টুর্নামেন্টের খেলাগুলো হয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক।

দলগুলো হলো : ইনটেন্ট ইন্টিরিয়র্স চঁাদপুর, ইউনিক চঁাদপুর, ড্রেজলার হিলশা ও রিভার সাইড চঁাদপুর। দিনব্যাপী এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয় সাদা বলে রঙ্গিন ড্রেসে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন : সাফাউদ্দিন আহমেদ (আহ্বায়ক), ইমন সরকার (সদস্য সচিব), সাইফ সোহাগ (প্রধান সমন্বয়ক), সদস্য মোরসালিন খান, আবু নাসির, মনির হোসাইন ও মাহবুব হাসান।

আয়োজকরা জানান, বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় করা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেই বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের এই ধারাবাহিক আয়োজন।

জয়লাভকারী ইনটেন্ট ইন্টিরিয়র্স চঁাদপুরের সিইও ফয়সাল খান বলেন, চঁাদপুর জেলার বন্ধুরা যে যেখানে আছে সবার বন্ধনকে আরও সুদৃঢ় করা ও সামাজিক উন্নয়নে বন্ধুদের একত্রিত করার লক্ষ্যেই ২০১৯ সালে ‘বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি চঁাদপুর’ গ্রুপটি প্রতিষ্ঠিত হয়। ইনশাআল্লাহ ভবিষ্যতেও বন্ধুদের সঙ্গে নিয়ে আরও ভালো ও গঠনমূলক উদ্যোগে পাশে থাকতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়