বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৫

ফুটবল ক্রিকেট সাঁতার ব্যাডমিন্টন বাস্কেটবলে অগণিত সাফল্যগাথা

৫৮ বছরের ঐতিহ্যবাহী চাঁদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব

স্পোর্টস্ রিপোর্টার
৫৮ বছরের ঐতিহ্যবাহী চাঁদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব

জেলা পর্যায়ে মোহামেডান ক্লাবের সুনাম থাকাটা স্বাভাবিক, কারণ এটি একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব, যা ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলায় জেলা ও জাতীয় পর্যায়ে ভালো ফলাফল করে থাকে এবং এর বিরাট সমর্থক গোষ্ঠী আছে; যদিও নির্দিষ্ট জেলার সুনাম নির্ভর করে স্থানীয় কার্যক্রম ও ফলাফলের উপর, তবে মোহামেডান নামটাই যথেষ্ট পরিচিতি ও গৌরবের।

চঁাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব। শহরের পাড়া-মহল্লার আট-দশটা ক্লাবের মতোই সাদামাটা। তবে ইতিহাস ঐতিহ্যে অন্য সবার চেয়ে আলাদা।

নতুনবাজার-পুরাণবাজার ব্রিজ, পালবাজার, ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, সিভিল সার্জন অফিস, স্ট্র্যান্ড রোড, চৌধুরী ঘাট, চৌধুরী মসজিদ, মিজান চৌধুরী সড়ক (সাবেক কুমিল্লা রোড), পৌরসভা ভবন, থানা, রেজিস্ট্রি অফিস সংলগ্ন পৌর পার্কের এক কোণে দঁাড়িয়ে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, চঁাদপুর। যা বহন করছে ক্লাবের ক্রীড়া ঐতিহ্য আর পুরোনো ভাবগাম্ভীর্য। ক্লাবে ঢুকতেই ভবনের গায়ে গঁাথা পাশাপাশি দুটি স্টোন। তাতে লেখা আছে, ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে। আর রেজিস্ট্রেশন নাম্বার ও ক্লাব প্রতিষ্ঠাতাদের নামের তালিকা রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা মোহামেডানের পরপরই ১৯৬৭ সালে অর্থাৎ আজ থেকে ৫৮ বছর আগে প্রতিষ্ঠিত এই ক্লাবই চঁাদপুর জেলার ক্রীড়াঙ্গনে অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব। যাদের স্থানীয় ফুটবলের পাশাপাশি ক্রিকেট, সঁাতার, ব্যাডমিন্টন, বাস্কেটবল ও অ্যাথলেটিক্সে রয়েছে গৌরবগাথা অগণিত সাফল্যের ইতিহাস।

ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আখন্দ জানান, ৫৮ বছরের এই ক্লাবটি চঁাদপুর জেলার ক্রীড়াঙ্গনে ফুটবল, ক্রিকেট, সঁাতার ও ব্যাডমিন্টনে অগণিত সাফল্য অর্জন করেছে। আমাদের যতো সাফল্য এসব ইভেন্টে। চ্যাম্পিয়ন নতুবা রানার্সআপ চঁাদপুর মোহামেডানের থাকতোই।আমরা সেভাবে দল গঠন করতাম। ফুটবলে ছয় থেকে সাতবার চ্যাম্পিয়ন, সঁাতারে ১২ থেকে ১৪ বার চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছি। আর ক্রিকেটে একচেটিয়া সাফল্য ছিলো আমাদের। অ্যাটলেটিক্স এবং ব্যাডমিন্টনেও ট্রফি অর্জনের কমতি ছিলো না। চ্যাম্পিয়ন/ রানারআপ হবার টার্গেট নিয়ে লিগ টুর্নামেন্টে অংশগ্রহণ থাকতো।১৯৭৪ সালে চিত্তরঞ্জন কটন মিল আয়োজিত ফুটবল টুর্নামেন্ট হয়েছিলো চঁাদপুর কলেজ মাঠে। তখনকার সময় ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জাকারিয়া পিন্টু চঁাদপুর মোহামেডান হয়ে খেলেছেন এবং চ্যাম্পিয়ন করে দিয়ে গেছেন। তঁার সাথে ন্যাশনাল টিমের তৎকালীন আইনুল নওশাদ, পিন্টু সহ নামকরা অনেক প্লেয়ার আমাদের ক্লাবে খেলেছেন। আমরা মোহামেডান ক্লাব বিগত দিনে যেভাবে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও সঁাতার এসব ক্রীড়া নিয়ে ছিলাম, এখনও আছি। অংশগ্রহণ বন্ধ নেই। প্রতিটি খেলায় আমরা অংশগ্রহণ করছি। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না, চঁাদপুর মোহামেডান ক্লাব লীগ/ টুর্নামেন্টে অংশগ্রহণ করে নি। বর্তমানে আমাদের ক্লাবটি যে জায়গায় অবস্থিত, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অধিকাংশ এখানেই ছিলো। পৌর পার্ক মাঠ যা এখন পৌর ঈদগাহ নামে পরিচিত, ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে এই স্থানে এক সময় আশেপাশের আবাসিক এলাকার পাড়া-মহল্লার ছেলেরা বঁাশের মাচার ওপর ঐতিহ্যবাহী চঁাদপুর মোহামেডান ক্লাবটি গড়ে তোলেন। এই ক্লাবের পেছনে সবচেয়ে বড়ো অবদান খন্দকার মজিব, হাবিব উল্লাহ চৌধুরী ও গিয়াস উদ্দিন সরকার এই তিনজনের। তঁারাই ছিলেন আজকের মোহামেডান স্পোটিং ক্লাব, চঁাদপুর-এর মূল নায়ক।

এক নজরে--

মোহামেডান স্পোর্টিং ক্লাব, চঁাদপুর

রেজি. নং-কুম ৪৪৪/৭৪, স্থাপিত-১৯৬৭ ।

প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ : খন্দকার মজিবুর রহমান, মো. হাবিব উল্যাহ চৌধুরী, মো. গিয়াস উদ্দিন সরকার, এএফএম খায়রুল বাসার, দিলীপ দাস, মো. আজিজুল হক, মো. রফিকুল ইসলাম (মঞ্জু), মো. দেলোয়ার হোসেন (দেলু), পার্থ সারথী চক্রবর্তী, মো. নজরুল ইসলাম, মো. জাবেদ আহম্মেদ, মো. দেলোয়ার হোসেন (দুলাল), মো. সোহরাব হোসেন ভূঁইয়া ও বলাই বর্ধন।

সভাপতি ছিলেন যঁারা : খন্দকার মজিবুর রহমান, মো. সলিমউল্ল্যাহ চৌধুরী, মো. ওয়াছিকুর রহমান ভূঁইয়া, আলহাজ্ব রফিক উদ্দিন আখন্দ (সোনা আখন্দ), আবদুল কাদের মাস্টার, মো. হাবিব উল্ল্যাহ চৌধুরী, একেএম মহিউদ্দিন পাটোয়ারী ও মো. জহিরুল ইমাম চৌধুরী।

সাধারণ সম্পাদক ছিলেন যঁারা : মো. হাবিব উল্ল্যাহ চৌধুরী, আবদুস সামাদ দেওয়ান, খন্দকার মজিবুর রহমান, মো. মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট ইকবাল বিন-বাশার ও মো. আবুল কাশেম আখন্দ।

বর্তমান আহবায়ক কমিটিতে আছেন যঁারা : প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার, জাবেদ আহম্মেদ, বলাই বর্ধন, অ্যাড. দেবাশীষ কর (মধু), মো. শহিদুল আলম (জুয়েল), সুব্রত মজুমদার ও গৌতম বর্ধন। পরিচালক মণ্ডলী ক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করছে।

চঁাদপুর পৌর ঈদগাহ মাঠের কর্নারে অবস্থিত চঁাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্তর ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর স্থাপন করেন ক্লাবের ওই সময়ের সভাপতি একেএম মহিউদ্দিন পাটওয়ারী। ক্লাবের বর্তমান এই ভবনেই ক্রীড়া কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এর সাথে যোগ করা হয়েছে জিম সেন্টার। ক্লাবের অঙ্গ প্রতিষ্ঠান মোহামেডান গোল্ড জিম, চঁাদপুর চালু করা হয়। ক্রীড়া সাফল্যের সাথে মোহামেডান গোল্ড জিম নতুনত্ব নিয়ে এর কার্যক্রম বেশ সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে।

বর্তমানে এই ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান সুভাষ চন্দ্র রায়। আহ্বায়কের দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়