প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ২০:৪৭
চট্টগ্রামে ইয়ং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব ১৮ ক্রিকেট
চট্টগ্রাম জেলাকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন চাঁদপুর

চট্টগ্রামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব জাতীয় ১৮ ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল।
|আরো খবর
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় চাঁদপুর জেলা দল।
চট্টগ্রাম কন্টিনেন্টাল স্পোর্টস্ কমপ্লেক্স মাঠে বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) টসে জয়লাভ করে চাঁদপুর প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় চট্টগ্রাম জেলা দলকে। চট্টগ্রাম ৩৫ ওভার ২ বলে সবক'টি উইকেট হারিয়ে ১২৮ রান করে। চাঁদপুরের পক্ষে বল হাতে ইলিয়াস ৩টি ও শাহজালাল ২টি করে উইকেট নেন।
চাঁদপুর জেলা ক্রিকেট দল ১২৯ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। দলটি ৩১ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে মাহমুদ হাসান ৪৯ বলে ২৭ ও রাতুল ৪৬ বলে ২৩ রান করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চাঁদপুরের ইলিয়াস।
চাঁদপুর জেলার প্রধান ক্রিকেট কোচ শামিম ফারুকীর সাথে মুঠোফোনে এ প্রতিবেদক আলাপ করলে তিনি জানান, ২০২৪ সালে ফেনী জেলাকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছিলো চাঁদপুর। চাঁদপুর জেলাবাসীর দোয়ায় ২০২৬ সালের প্রথমদিন শক্তিশালী চট্টগ্রাম জেলার সাথে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হলো চাঁদপুর।








