মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২২:০৪

চাঁদপুর ক্লাবে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাহা ও মাসুম জুটি

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
চাঁদপুর ক্লাবে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাহা ও মাসুম জুটি

চাঁদপুর ক্লাবে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাহা ও মাসুম জুটি। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রাতে চাঁদপুর ক্লাব মাঠে ফাইনালে লড়েন নাজমুল ও নিলয় জুটি বনাম রাহা ও মাসুম জুটি। চ্যাম্পিয়ন রাহা জুটির কাছে ২-০ সেটে হেরে যায় রানারআপ নিলয় জুটি।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুরের আয়োজনে রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের শুরুতেই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এরশাদ উদ্দীন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মু. মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই ও তমাল কমার ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক ফয়সাল গাজী বাহার।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের কর্মকর্তাসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও ব্যাডমিন্টন খেলোয়াড়রা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়