প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৬
চাঁদপুর ক্লাবে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
এ জেলায় মাদকের আনাগোনা থাকবে এটা কারো কাম্য নয়
-----জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

চাঁদপুর ক্লাবে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুরের আয়োজনে রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
|আরো খবর
তিনি তাঁর বক্তব্যে বলেন, এ জেলায় মাদকের আনাগোনা থাকবে এটা কারো কাম্য নয়। চাঁদপুরে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার বিকল্প নেই। আমি ডিসি হয়ে চট্টগ্রামে প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করি। সেখানে চাঁদপুরের দল ছিলো না। সারা জেলা থেকে অনেক দল সেখানে অংশগ্রহণ করেছিলো। আগামীতে যারা খেলাধুলার ক্ষেত্রে অন্য জেলাতে যাবে, তাদের জন্যে আমার সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন, অতি শীঘ্রই একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হবে। শুধু বোতলেই মাদক নয়, মোবাইলও কিন্তু মাদক। যেই মাদক ব্যক্তি জীবনে ধ্বংসের চেষ্টা করে, সেই মাদক থেকে দূরে থাকতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মু. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক ফয়সাল গাজী বাহার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার হাসান আল জায়েদ রিফাই, শেখ মঞ্জুরুল কাদের সোহেল, ক্রীড়া সংগঠক তমাল কুমার ঘোষসহ প্রশাসন ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও ব্যাডমিন্টন খেলোয়াড়রা।
এ টুর্নামেন্টে দ্বৈতে আটটি দল অংশগ্রহণ করে। সোমবার রাতে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।







