সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২১:৪৬

প্রতিটি উপজেলার সঙ্গে দুই লেনবিশিষ্ট প্রশস্ত সড়ক নির্মাণ করবো

------------মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী

অনলাইন ডেস্ক
প্রতিটি উপজেলার সঙ্গে দুই লেনবিশিষ্ট প্রশস্ত সড়ক নির্মাণ করবো

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, ইসলাম আমাদের শিখিয়েছে কথা দিয়ে কথা রাখার শিক্ষা। আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচিত হলে ইনশাআল্লাহ সেই কথা রাখবো।

রোববার (২৫ জানুয়ারি ২০২৬) জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণার অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী আরও বলেন, ফরিদগঞ্জ উপজেলা চারপাশে পাঁচটি উপজেলার সঙ্গে সংযুক্ত। আমরা নির্বাচিত হলে পৌরসভার সঙ্গে প্রতিটি উপজেলার দু লেনবিশিষ্ট প্রশস্ত সড়ক নির্মাণ করবো। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নের সঙ্গে পৌরসভার টেকসই সংযোগ সড়ক তৈরি করা হবে এবং এলাকার ছোট ছোট সড়কগুলো সংস্কার করে স্থায়ী মানের করা হবে, যাতে আগামী ১০–২০ বছরেও নতুন করে সংস্কারের প্রয়োজন না পড়ে।

দিনব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি গোবিন্দপুর, সোবান, নয়াহাট, ধানুয়া, পৌরসভার সাফুয়া, পোয়া খালসহ বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল, পৌর আমীর মাওলানা মিজানুর রহমান, জামায়াত নেতা আব্দুল কুদ্দুস তালুকদার, রোকন উদ্দিনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়