প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৯:৩৮
ফরিদগঞ্জে মোটরসাইকেলের বহর নিয়ে লায়ন হারুনের বাড়িতে যুবদল নেতা

দীর্ঘদিনের মান-অভিমান ভুলে যুবদল নেতা আবদুল মতিন অবশেষে প্রায় দু শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ফরিদগঞ্জে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন হারুনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে তাঁর গ্রামের বাড়িতে হাজির হন।
দীর্ঘদিন ধরে আবদুল মতিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারীর অনুসারী হিসেবে রাজনীতি করতেন। মোতাহার হোসেন পাটওয়ারী দলের মনোনয়ন না পাওয়ায় আবদুল মতিন শেষ পর্যন্ত লায়ন হারুনের অনুসারী হিসেবে দলের রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করেন। এরই অংশ হিসেবে আবদুল মতিনের নেতৃত্বে একদল নেতাকর্মী গত সোমবার রাতে উপজেলার ১৬ নং দক্ষিণ রূপসা ইউনিয়নের মান্দারখীল গ্রামে লায়ন হারুনের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিতের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আবদুল মতিন বলেন, আমরা যেহেতু শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতি করি, সেহেতু দলের স্বার্থে দলের রাজনীতি করবো--এটাই স্বাভাবিক। ধানের শীষ প্রতীকের বিজয়ের স্বার্থে আজ থেকে সব মান-অভিমান ভুলে কোনো ব্যক্তি নয়, দলের প্রতীক ধানের শীষই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া উচিত বলে দলপ্রেমী হিসেবে আমরা মনে করি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী বলেন, বহু কষ্টের বিনিময়ে মরহুম আলমগীর হায়দার খানের নেতৃত্বে এই ফরিদগঞ্জকে বিএনপির দুর্গ হিসেবে গড়ে তুলেছি। দলের লোক হয়ে থাকলে আজ এই বিএনপির বিরুদ্ধে কাজ করে মুনাফেক কিংবা মীরজাফর হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো।
ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো। যাঁরা শহীদ জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী এবং আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে বিশ্বাস করেন, তাঁরা কখনো দলের সঙ্গে অভিমান করে আলাদা থাকতে পারেন না বলে দলের সবার প্রতি আমার বিশ্বাস রয়েছে।








