বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:১৪

হলফনামা বিশ্লেষণ

লায়ন হারুন ও এমএ হান্নান সস্ত্রীক কোটিপতি।। বাকিরা লাখের ঘরে

প্রবীর চক্রবর্তী।।
লায়ন হারুন ও এমএ হান্নান সস্ত্রীক কোটিপতি।। বাকিরা লাখের ঘরে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মোট ১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ এবং বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক এমএ হান্নানের ঢাকায় বাড়ি ও নিজ এলাকায় বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। রয়েছে একাধিক গাড়ি। এই দুই প্রার্থীর স্ত্রীরা কোটিপতি। শেয়ার এবং ব্যাংকে ডিপোজিট রয়েছে কোটি কোটি টাকা। বিপরীত চিত্র জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের। প্রার্থীদের হলফনামা পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এমএ ডিগ্রিধারী ব্যবসায়ী লায়ন হারুনুর রশিদের চলমান মামলা দুটি। এর মধ্যে ১টি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২)-এর ৪০৯/১০৯ দ. বিধিতে বিশেষ মামলা নং-০৭/২০১৭। যাত্রাবাড়ি থানার মামলা নং-৫১(৬) থেকে উদ্ভব মামলাটির সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। দ্বিতীয়টি ঢাকা মহানগর দক্ষিণের মুখ্য হাকিমের আদালতে (রমনা থানার মামলা নং- ০৪/২০০৯)। মাননীয় সুপ্রিম কোর্ট বিভাগের হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাটির সকল কার্যক্রম স্থগিত রয়েছে। এছাড়া সিআর মামলা নং-৩৩৮/১৫ থেকে ২০২১ সালে এবং সিআর মামলা ৮৯/২০১৭ থেকে ২০২৫ সালে খালাসপ্রাপ্ত হয়েছেন।

লায়ন হারুনের বর্তমান বাজার মূল্যে অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৯০ কোটি টাকা। স্ত্রীর নামে রয়েছে ২০ কোটি টাকার সম্পদ। অন্যদিকে বর্তমান বাজার মূল্যে স্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৭০ কোটি টাকার। স্ত্রীর নামে রয়েছে ২ কোটি ৬০ লক্ষ টাকা। যৌথ মালিকানায় ২৬ কোটি টাকার সম্পদ রয়েছে। হারুনুর রশিদের কাছে নগদ টাকা রয়েছে ২৬ লক্ষ ৮৫ হাজার ৯৮২ টাকা। স্ত্রীর কাছে নগদ টাকা রয়েছে ৮৭ লক্ষ ৫ হাজার ৯৬০ টাকা।

অন্যদিকে এমবিএ ডিগ্রিধারী এমএ হান্নানও ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জিআর ৩৫৪/২০২৩ নং মামলাটির চূড়ান্ত রিপোর্ট শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া ঢাকার দ্বিতীয় শ্রম আদালতের মামলা নং ৫৯/২০১৭ ও চীফ মেট্রোপলিটন আদালতের জিআর ৫৫১/২০২৩ নং মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তাঁর কাছে নগদ টাকা রয়েছে ৬ কোটি ১৮ লক্ষ ৪০ হাজার ১২২ টাকা, স্ত্রীর কাছে ৮৩ হাজার ২৯৬ টাকা। ব্যাংকে রয়েছে ৯ লক্ষ ১২ হাজার ৯৮০ টাকা। স্ত্রীর নামে ২০ লক্ষ ৯৬ হাজার ৪৮৬ টাকা। মোট অস্থাবর সম্পত্তির মূল্য ৩৩ কোটি ৩৪ লক্ষ ১৫ হাজার ৪৪৮ টাকা। স্ত্রীর নামে ৩৮ কোটি ৩১ লক্ষ ৬৯ হাজার ১৩৪ টাকা। স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ১৪ কোটি ৯১ লক্ষ ১৩ হাজার ৩৯৪ টাকা। স্ত্রীর নামে ৩৪ কোটি ৪৬ লক্ষ ৭৪ হাজার ২৫০ টাকা।

এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী চাঁদপুর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাও. বিল্লাল হোসেন মিয়াজী বিএ, বিএড ডিগ্রিধারী, পেশায় শিক্ষক। তাঁর নামে চলমান মামলা ৬টি রয়েছে, যেগুলো যুক্তি তর্ক ও সাক্ষী পর্যায়ে রয়েছে। এছাড়া তিনি খালাস পেয়েছেন ৯টি মামলায়। বার্ষিক আয় ৫ লক্ষ ৪ হাজার টাকা। নগদ টাকা রয়েছে ২০ হাজার টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। মোট অস্থাবর সম্পত্তি ২৩ লক্ষ ৯৫ হাজার টাকার। চাঁদপুরে একটি বাড়ি আছে, যার বর্তমান মূল্য ৬৫ লক্ষ টাকা।

ইসলামী আন্দোলনের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন মাস্টার্স সমমান দাওরায়ে হাদিস কামিল ডিগ্রিধারী, পেশায় শিক্ষক। তাঁর নামে কোনো মামলা নেই। বাৎসরিক আয় ৩ লক্ষ ৬০ হাজার টাকা। নগদ টাকা রয়েছে ১ লক্ষ টাকা। মোট অস্থাবর সম্পত্তির মূল্য ১০ লক্ষ ১৪ হাজার ১৩শ' টাকা। স্থাবর সম্পত্তি রয়েছে ৫ লক্ষ টাকার।

জাতীয় পার্টির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম বিএ পাস, পেশায় ব্যবসায়ী। এই রাজনীতিবিদের নামে কোনো মামলা নেই। ব্যবসা থেকে বার্ষিক আয় ৩ লক্ষ ৩৫ হাজার টাকা। তার নিকট নগদ অর্থ আছে ৩ লক্ষ ১৪ হাজার ৮শ' টাকা। অকৃষি জমি রয়েছে ৩ লক্ষ ৬৫ হাজার ২শ' টাকার। তিনি আয়কর রিটার্নে সম্পদ দেখিয়েছেন ২০ লক্ষ ৩১ হাজার টাকার ।

গণফোরাম প্রার্থী গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুনীর চৌধুরী এমএ ডিগ্রিধারী। তাঁর বিরুদ্ধেও কোনো মামলা নেই। তাঁর কাছে নগদ টাকা রয়েছে ৪২ লক্ষ ৯০ হাজার ৫২১ টাকা।

এছাড়া মনোনয়ন বাতিল হওয়া ইসলামী ফ্রন্টের প্রার্থী ব্যবসায়ী আব্দুল মালেক বুলবুল ফাজিল ডিগ্রিধারী। তাঁর বাৎসরিক আয় ১২ লক্ষ ৭০ হাজার টাকা। নগদ টাকা রয়েছে ২ কোটি ২৩ লক্ষ ৯৯ হাজার ১৫৮ টাকা। অস্থাবর সম্পত্তিতে কৃষি জমি রয়েছে ৭১ লক্ষ টাকার, ঢাকার মোহাম্মদপুরে বাড়ি রয়েছে। এছাড়া রয়েছে নিজ এলাকায় বাড়ি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়