সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৫৭

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

চাঁদপুর-৫ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ

কামরুজ্জামান টুটুল।।
চাঁদপুর-৫ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ
চাঁদপুর-৫ আসনে মনোনয়নবৈধ প্রার্থীদের সাথে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার। ছবি : চাঁদপুর কণ্ঠ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৮জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। এর মধ্যে শনিবার (৩ জানুয়ারি ২০২৬) জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৭জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের ১ ভাগের কম ভোটার স্বাক্ষর সংগ্রহ করার কারণে বাংলাদেশ ইউনাইটেড পার্টির চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়ার মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়। মনোনয়ন যাচাই-বাছাই করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার।

যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তাঁদের মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মমিনুল হক, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী দলের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, আপেল প্রতীকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মো মাহমুদ হাসান নয়ন, ছাতা প্রতীকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য মো. নেয়ামুল বশির, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মির্জা গিয়াস উদ্দিন, দাঁড়িপাল্লা প্রতীকে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল হোসেন ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী পাটওয়ারীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া শাপলা কলি প্রতীকে এনসিপির প্রার্থী মো. মাহাবুব আলম মনোনয়ন তুলে তা জমা না দিয়ে জামায়াত ইসলামীর প্রার্থী মো আবুল হোসেনকে সমর্থন জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়