প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২১:০২
এমপি প্রার্থী আবু নাসের আশরাফীর পিতার ইন্তেকালে আমীরে জামায়াতের শোক

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর সম্মানিত পিতা কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক শায়খুল হাদীস মাওলানা ফজলুল করিম বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত ১টায় ৮৭ বছর বয়সে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। তিনি ৫ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দুপুর আড়াইটায় আশরাফপুর গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
|আরো খবর
শোকবাণী
মুহাদ্দিস আবু নাসের আশরাফীর পিতা শায়খুল হাদীস মাওলানা ফজলুল করিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তিনি বলেন, শায়খুল হাদীস মাওলানা ফজলুল করিম ছিলেন দেশখ্যাত একজন বিজ্ঞ আলেম। একজন আদর্শ পিতা হিসেবে তাঁর সন্তানদেরকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করে তোলেন। তিনি দীর্ঘ সময়ের শিক্ষকতা জীবনে বহু যোগ্য আলেম, মুহাদ্দিস ও মুফাসসির তৈরি করতে সক্ষম হয়েছেন। শিক্ষকতা জীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের অভিভাবকতুল্য ভূমিকা পালন করেছেন। ইকামতে দ্বীন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং আলেম ওলামাদের মধ্যে ঐক্য স্থাপনে সচেষ্ট ছিলেন। আমি তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মরহুমকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্যে সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
চাঁদপুর জেলা জামায়াতের শোক
প্রেস বিজ্ঞপ্তি।। চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফির বাবা ধামতী ইসলামীয়া কামিল মাদরাসার সাবেক শায়খুল হাদিস মাওলানা ফজলুল করীম (৮৮)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল ও জেলা সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া।
শোক বার্তায় নেতারা বলেন, মরহুম একজন দ্বীনদার ব্যক্তি ছিলেন। হাজারো ছাত্রের ওস্তাদ ছিলেন। তাঁর জীবদ্দশায় তিনি দ্বীন প্রতিষ্ঠার এক অকুতোভয় সৈনিক হিসেবে কাজ করেছেন। আমরা আশা করছি, তাঁর যোগ্য সন্তান মুহাদ্দিস আবু নছর আশরাফির মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার কার্যক্রম কচুয়ার ময়দানে আরো জোরদার হবে। মহান রব মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।







