সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২১:৪৫

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

চাঁদপুর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

কামরুজ্জামান টুটুল।।
চাঁদপুর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চাঁদপুর-৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে ইঞ্জি. মমিনুল হক, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) হতে ছাতা প্রতীকে ড. নেয়ামুল বসির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকে মাহমুদ হাসান নয়ন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকে সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী।

একইদিন হাজীগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তা তথা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মির্জা গিয়াস উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মোহাম্মদ আলী পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়া। অপরদিকে এনসিপি হতে মনোনয়ন ক্রয় করা প্রার্থী এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক মাহবুব আলম জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়েছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়