সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৪

শাহরাস্তিতে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের মনোনয়নপত্র জমা

মো. ফয়সাল আহমদ।।
শাহরাস্তিতে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের মনোনয়নপত্র জমা
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।

চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্রের কপি জমা দেন।

এ সময় শাহরাস্তি ও হাজীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা কার্যালয় প্রাঙ্গণ ও কালীবাড়ি মাঠে ভিড় করেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, বর্তমান সহ-সভাপতি আবু ইউসুফ রুপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়